নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার তরুণদের সঙ্গে সংলাপ গড়ে তুলতে দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় চারটি বৃহত্তর বিভাগের আওতায় সেমিনার ও সমাবেশ হবে মে মাস জুড়ে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটির তিন অঙ্গ সংগঠন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। তাদের লক্ষ্য, তরুণদের চিন্তা, আকাঙ্খা ও সৃজনশীলতাকে রাষ্ট্র নির্মাণের প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এসময় বক্তারা বলেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পথ ধরেই বিএনপি এখন একটি গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প নিয়েছে। সেই উদ্দেশ্যে এবার সরাসরি তরুণদের কাছে যেতে চায় তারা।
চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে (৯-১০ মে) প্রথম সেমিনার ও সমাবেশ হবে। সেমিনারে আলোচনা হবে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে। খুলনা ও বরিশাল বিভাগে (১৬-১৭ মে) শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক সেমিনার হবে। রাজশাহী ও রংপুর বিভাগে (২৩-২৪ মে) কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ওপর আলোচনা হবে। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে (২৭-২৮ মে) রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি নিয়ে মতবিনিময় হবে। প্রতিটি সেমিনারের পরদিন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ হবে। সেখানে তরুণরা সরব উপস্থিতি ও ঐক্যের বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিগুলোতে অংশ নেবেন নানা শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও তরুণ বক্তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, পরিবেশসহ নানা বিষয়ে তাদের ভাবনা ও প্রস্তাবনা উপস্থাপন করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তার দেওয়া রাজনৈতিক দিকনির্দেশনা ও বিএনপির যুগপৎ আন্দোলনের ৩১ দফা রূপরেখাকে সামনে রেখেই আলোচনা এগোবে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং প্রজন্মের সঙ্গে একটি সংলাপ স্থাপনের প্রয়াস।
তারা আশা করছেন, তরুণদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে আরও জনসম্পৃক্ত নীতি প্রণয়ন সম্ভব হবে।
এসময় বিএনপির তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।