বিনোদন ডেস্ক : ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে অত্যন্ত খোলামেলা এবং বাস্তবভিত্তিক মন্তব্য করেছেন।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে যখন জানতে চাওয়া হয়, “কাজ করতে গিয়ে কখনো কি কারও প্রেমে পড়েছেন?”
জবাবে দীঘি হেসে বলেন, “প্রেম করবো কিভাবে, সব নায়ক তো বিবাহিত!” তার এই সোজাসাপ্টা জবাবে মুহূর্তেই হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে।
দীঘি আরও বলেন, “যখনই কোনো শুটিং সেটে যাই, দেখি বেশিরভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন-আ-রিলেশনশিপ থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে। ফলে কাজের ফাঁকে কোনো রোমান্টিক অনুভূতির জায়গা তৈরি হওয়ার সুযোগই হয়নি।”
তবে ব্যক্তিগত অনুভূতির চেয়েও কাজের জায়গাকে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী। দীঘি বলেন, “আমি সবসময় নিজের ফোকাস রাখি অভিনয়ে। কোনো ব্যক্তিগত ব্যাপার যেন কাজের পরিবেশে প্রভাব না ফেলে, সেটাই আমার অগ্রাধিকার।”
শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা দীঘি এখন নিজেকে ঢালিউডে একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু অভিনয় নয়, নিজের ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব এবং আত্মবিশ্বাসের জন্যও তিনি প্রশংসিত হচ্ছেন নতুন প্রজন্মের দর্শকদের কাছে।
এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যায়, দীঘির কাছে বর্তমানে প্রেম নয়, ক্যারিয়ারই প্রথম। পাশাপাশি, ঢালিউডের সহকর্মীদের সম্পর্ক স্থিতি নিয়েও তার মন্তব্য যেন একরকম বাস্তব চিত্র তুলে ধরে- যেখানে পেশাদার পরিবেশে ব্যক্তিগত সম্পর্ক তৈরির জায়গা কমে এসেছে।