আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ১৪ এপ্রিল নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণ। দিনটিকে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা তাদের সহকর্মীদের নিয়ে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও এসিল্যান্ড ফারিস্তা করিম এর নেতৃত্বে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় বাহারি রঙের কার্টুন, ফেস্টুন ও ব্যানার দেখতে পাওয়া যায়।
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” – এ স্লোগানকে সামনে রেখে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে সকল শ্রেণি পেশার মানুষ। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিশু-কিশোর, তরুণ-তরুণী। অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হৈ-হুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। শোভাযাত্রাটি উপজেলার সাতকানিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন ছাড়াও গান নিয়ে আসেন উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিল্পী অনিন্দ্য শংকর কর ও তার দল। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।