আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের নির্মম বোমা হামলা, নারী-শিশুসহ হাজার হাজার মুসলমান হত্যা, ঘরবাড়ি, স্কুল-কলেজ, হাসপাতাল ধ্বংস ও ইতিহাসের নির্লজ্জ গণহত্যার প্রতিবাদে সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যোগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট এ এম ফয়সাল, সহ-সেক্রেটারি এডভোকেট রাশেদুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট আবদুর রকিব চৌধুরী, সাবেক সেক্রেটারি এডভোকেট মেজবাহ উদ্দিন কচির, সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর বাবুল, এডভোকেট আবুল কাসেম, এডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ, অ্যাডভোকেট এমদাদ হোসেন, বাবু প্রমুখ। এছাড়া সকল আইনজীবী, মুহুরী ও বিচার প্রার্থীগণ ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মানিক বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের উপরে যে ধরনের নৃশংস হত্যাযজ্ঞ চলছে তাতে সমস্ত মুসলিমের ঈমানী দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ানো।
মানববন্ধনে হাফিজুল ইসলাম মানিক ইসরায়েলের বিভিন্ন পণ্য বর্জনের ডাক দেন। এছাড়াও পৃথিবীর সমস্ত মুসলিমকে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি বাহিনীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।