পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভা নাহার পার্কস্থ এক রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি শফিউল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পূর্বদেশ এর সহ-সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব। এসময় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সেন, সদস্য রনি কান্তি দেব, শহিদুল ইসলাম ও ওসমান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রণব বড়ুয়া অর্ণব বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। পটিয়া প্রেসক্লাবের এই ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। আমরা সবাই একসাথে মিলিত হয়ে পেশাগত চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করেছি, যা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত দিবে।
আমি বিশ্বাস করি, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা বজায় রেখে আমরা একটি তথ্যসমৃদ্ধ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। পেশাগত মান উন্নয়ন, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় আমাদের ক্লাব সবসময় সচেষ্ট থাকবে। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা এই আয়োজনকে সফল করেছেন।”