সাহেদুর রহমান মোরশেদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জীতু (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
গত শনিবার রাত ৯টার দিকে আমির চৌধুরী হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কমর উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকদার বাড়ির বাসিন্দা মুহাম্মদ আলী শাহের ছেলে। তিনি হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ছিলেন।
যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার অভিযোগ করেন, উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে কমর উদ্দিন জীতুকে পিটিয়ে হত্যা করেছে।
যুবদল নেতা মঈনুদ্দিন বিপুল বলেন, কমর উদ্দিনকে মহিউদ্দিন জীবন, মোহাম্মদ নুরুল আলম তালুকদার, রাশেদ, নয়ন, খোরশেদসহ ১৫-২০ জন মিলে বেধড়ক মারধর করেছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নে বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত। মাটি কাটা ও বালু উত্তোলনকে কেন্দ্র করেও দলীয় গ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সংঘর্ষের পর আহত কমর উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবদল কর্মীকে প্রথমে ছুরিকাঘাত করা হয়। পরে মাথায় আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা দাবি করেছেন।
অভিযুক্ত মহিউদ্দিন জীবন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সময় আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। নিহত যুবদল কর্মী নেশাগ্রস্ত ছিলেন এবং আগের রাতেই তার সঙ্গে অন্যদের ঝামেলা হয়েছিল বলে শুনেছি।
অভিযুক্ত মোহাম্মদ নয়ন ও নুরুল আলম বলেন, মাটি কাটার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। নিহত ব্যক্তি নেশা করতেন এবং টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, হলদিয়ায় সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত নিহতের বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত কমর উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।