চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে বাস চাপায় নিহত ব্যাটারি রিকশাচালক রুহুল আমিনের ৬ কন্যার জীবন অনিশ্চিত। অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৬ কন্যা সন্তানের আগামী ভবিষ্যতের স্বপ্ন।
চন্দনাইশ দোহাজারী জামিজুরি গ্রামের রিকশাচালক রুহুল আমিন একটি ছেলে সন্তান লাভের আশায় পরপর ৬টি কন্যা সন্তানের জনক হন। অতি কষ্টে চলে রুহুল আমিনের ৮ সদস্যের সংসার। কিস্তিতে রিকশা নিয়ে চালিয়ে দৈনিক ১ হাজার থেকে ১২শত টাকা আয় করে টানাপোড়নের মধ্যে দিয়ে চলতো সংসার। এরই মাঝে ৪টি এনজিও থেকে ঋণ নিয়ে বসতঘর নির্মাণ করেছেন। মাসে ৪ হাজার টাকা, সপ্তাহে ১ হাজার ৩শত টাকা, ১ হাজার ৩শত পঞ্চাশ টাকা, ১ হাজার ২শত টাকা কিস্তি চালাতে হয়। মাত্র ২৮ দিনের কন্যা শিশুটিও যেন বুঝে গেছে এ পৃথিবীতে তার সবচেয়ে বড় আশ্রয়স্থল পিতা আর নেই।
রুহুল আমিনের ৬ কন্যা সন্তানের মধ্যে বড় মেয়ে উম্মে সুলতানা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে গাছবাড়িয়া সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষে। দ্বিতীয় মেয়ে তাসফিয়া সুলতানা রিপা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে, তৃতীয় মেয়ে আলিফা জামিজুরী মাদ্ররাসার ৪র্থ শ্রেণিতে, ৪র্থ মেয়ে ওয়াকিয়া ২য় শ্রেণিতে পড়ে। তার ৬ কন্যা সন্তান পিতাকে হারিয়ে শোকে মাতম। ২৮ দিনের নবজাতক ফাইজাসহ ৬ কন্যা সন্তানের দায়িত্ব নেবে কে?
সংসারের একমাত্র উপার্জনকারী রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর কারণে ৬ কন্যা সন্তানসহ পুরো পরিবারটি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় জনমনে। স্ত্রী, ৬ কন্যা সন্তানের ভরণপোষণের একমাত্র ভরসা ছিলেন রুহুল আমিন। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে চলতো সংসার, এনজিও লোনের কিস্তি ও কন্যাদের পড়ালেখার খরচ। এবার ৬ মেয়েকে ঈদের নতুন জামা-কাপড় কিনে দিয়ে যেতে পারেননি রুহুল আমিন।