খন্দকার আশফাকুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : পুরো গ্রাম জুড়েই লিচু বাগান। বাগানের নিচে রয়েছে সারি সারি মৌমাছির বাক্স। ফুলের মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরছে ওই বাক্সে। কিছুক্ষণ পরপর মৌমাছির বাক্স থেকে মধু সংগ্রহ করছেন চাষিরা। এটা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামের চিত্র।
জানা যায়, পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে মঙ্গলবাড়ীয়া গ্রাম। এই গ্রামটি লিচুর জন্য বিখ্যাত হওয়ায় লিচুগ্রাম নামেও পরিচিত। এ গ্রামে লিচুর পাশাপাশি লিচু ফুল থেকে ভাল মানের মধুও চাষ করছেন মধু চাষিরা। স্থানীয় মৌখামারির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অন্যান্য মৌ খামারিরাও এখানে আসছেন মধু চাষের জন্য।
কৃষি কর্মকর্তারা বলছেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ণ ভালো হয়। ফলে একদিকে যেমন লিচুর ফলন বাড়ছে, অপরদিকে মধু সংগ্রহ করা যাচ্ছে। আমরা লিচু বাগানের মালিকদের পরামর্শ দিয়ে থাকি যেন মৌ খামারিরা নির্দ্বিধায় প্রতিবছরই মধু সংগ্রহ করতে পারেন।
লিচু বাগানের মালিক মোঃ মোখলেছুর রহমান দাদা ভাই বলেন, আমাদের লিচু চাষের পাশাপাশি মধু চাষিরাও আমাদের বাগান থেকে অস্থায়ীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌমাছির মাধ্যমে লিচু ফুল থেকে মধু উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা মধুচাষিদের আমরা সার্বিক নিরাপত্তা দিচ্ছি।
গাজীপুরের মেসার্স মনির মৌ খামারের মালিক মোঃ মনিরুজ্জামান কাজী বলেন, লিচু ফুলের মধুর চাহিদা প্রচুর। তাই ১০ বছর ধরে এ মৌসুমে আমরা গাজীপুর থেকে মঙ্গলবাড়ীয়া গ্রামে আসি লিচু ফুলের মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহের জন্য এ বছর শতাধিক মৌমাছির বাক্স এনেছি। সপ্তাহে একবার বাক্সগুলো খুলতে হয় মধু সংগ্রহের জন্য। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে ৫০০-৬০০ কেজি মধু সংগ্রহ করতে পারব।
মঙ্গলবাড়ীয়া মৌ খামারের মালিক ছফির উদ্দিন লিমন বলেন, মঙ্গলবাড়ীয়া গ্রামের লিচুর অনেক সুনাম ও খ্যাতি রয়েছে। এখানকার লিচুও সুস্বাদু। তাই আমিই সর্বপ্রথম লিচু ফুলের মধু সংগ্রহের উদ্যোগ নেই। পরবর্তীতে অন্যান্য চাষিরাও এখান থেকে মধু সংগ্রহ করছেন। তিনি বলেন, মধু সংগ্রহের জন্য আমার ৬৫টি বাক্স রয়েছে। সপ্তাহে পাঁচ মণ মধু সংগ্রহ হয়।
ঢাকা সাভার থেকে আসা মোল্লা মৌ খামারের মালিক মোঃ মুয়াজ্জিন হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি এই লিচুগ্রামের খবর পাই। গত তিন বছর ধরে লিচু ফুলের মধু সংগ্রহ করতে এখানে আসছি। মঙ্গলবাড়ীয়ার লিচু ফুলের মধুর অনেক সুনাম রয়েছে। পাবনা ও রাজশাহীর মধুর চেয়ে মঙ্গলবাড়ীয়ার লিচু ফুলের মধুর ঘনত্ব বেশি। ওইসব এলাকাতে ২০% এর মতো আর্দ্রতা থাকে আর মঙ্গলবাড়ীয়ার লিচুর মধুতে ১৮% এর কম আর্দ্রতা থাকে। ভিন্ন রকম স্বাদের কারণে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর ক্রেতা আসে। যার ফলে এখানেই সব মধু বিক্রি হয়ে যায়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে প্রায় পাঁচ হাজার লিচু গাছ রয়েছে। মৌমাছির চাষ লিচু বাগানের জন্য খুবই উপকারি। এতে লিচু ফুলের পোকামাকড় অনেকাংশে কমে যাবে এবং লিচুর ফলনও বৃদ্ধি পাবে। আমরা আশা করছি, চলতি বছর প্রায় ৩০ মণ মধু আমাদের এ গ্রাম থেকে উৎপাদিত হবে। যা গতবছরের চেয়ে প্রায় ২০% বেশি। প্রতিবছরই এ মধু চাষ বৃদ্ধি পাচ্ছে কারণ মঙ্গলবাড়ীয়ার লিচুর মধু সারাদেশেই বেশ জনপ্রিয় ও বেশ সমাদৃত। পাশাপাশি মধু চাষে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয় আমাদের এই মধু চাষের মাধ্যমে।