মোঃ সফিকুল ইসলাম মোল্লা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় সন্তান প্রসবের পর ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার মারা গেছে। গত ৯ মার্চ ফাতেমা আক্তার নিজবাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে ধর্ষণে অভিযুক্ত মেহেদী হাসান প্রদীপকে গ্রেফতার করছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। মৃত বাক্প্রতিবন্ধী ফাতেমা একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল মাসে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে ফাতেমাকে বিয়ের জন্য অভিযুক্ত মেহেদীর পরিবারকে চাপ দেওয়া হয়। কিন্তু বিয়ে না করায় ৩ মার্চ রাতে মৃতের ভাই কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে আসামি মেহেদী হাসান প্রদীপকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, কন্যা সন্তানটির পিতৃত্ব নিশ্চিত করতে মৃত বাক্প্রতিবন্ধী ফাতেমা আক্তারের ময়নাতদন্ত করা হয়েছে। শিশুটির ডি.এন.এ টেস্টের মাধ্যমে তার পিতৃত্ব পরিচয় সনাক্ত করা হবে।