আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি মামলায় ৫ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর দুপুর ১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বোমাংহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, অভিযানে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ক্রয়কৃত মূল্যের রশিদ সংরক্ষণ করতে বলা হয়েছে। ক্রয় রশিদ না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ জনকে ৬টি মামলায় মোট ৫ হাজার পাঁচশত টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।