বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের ভাষন্ডা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগমের জমির অর্ধশত গাছ কেটে ফেলা এবং বাধা দিতে গেলে তার ভাইয়ের স্ত্রী লাকি বেগমকে বেধড়ক মারধর করে। ঘটনার সময় প্রায় অর্ধশত সন্ত্রাসী দা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গ্রামবাসী।
ভুক্তভোগী মর্জিনা বেগম জানান, তার পৈতৃক সূত্রে পাওয়া ১২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বর্তমানে জমিতে তার ছোট ভাই কবির বয়াতি ও তার পরিবার বসবাস করছেন। গত বুধবার দুপুরে প্রতিপক্ষ আলতাফ ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অবৈধ অনুপ্রবেশ করে প্রায় অর্ধশত গাছ কাটে। এসময় বাধা দিতে গেলে তার ভাইয়ের স্ত্রী লাকি বেগমকে মারধর করা হয়। মর্জিনা বেগম এ ঘটনায় সন্ত্রাসীদের বিচার দাবি করেছেন।
সন্ত্রাসী হামলায় আহত লাকি বেগম বলেন, বুধবার দুপুরে আলতাফ, মিলন, জাকির, সুমন, রুমন, নাঈমসহ অর্ধশত ভাড়াটে সন্ত্রাসী তাদের জমিতে দা ও লোহার রড নিয়ে প্রবেশ করে গাছপালা কাটতে থাকে। তিনি বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এলে আলতাফ ও তার সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।