ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এর ফরিদপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর ম্যাটস এর সম্মেলন কক্ষে বিভাগীয় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে বিভাগীয় এম-ট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আক্তার হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ড্যাব ও এম-ট্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ড্যাবের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান শামীম, এম-ট্যাবের মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে সামনের দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। সামনের নির্বাচন এতো সহজ হবে না।
তিনি বলেন, গত বৈষম্য আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মীরা নিহত হয়েছে। আন্দোলনে আমাদের ভূমিকাকে ছোট করা হয়। অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সামনের দিনে ক্ষমতায় আসবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।