কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলায় এখন আমের বাগানগুলোতে বাতাসে দুলছে আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক। আমের বাগানগুলোতে গাছে গাছে দুলছে আমের মুকুলগুলো। আম চাষিরা তাদের বাগানগুলোতে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ছোট-বড় মিলে ২৫৫টির অধিক আম বাগান রয়েছে। মোট ২৯০ হেক্টর জমিতে আমের বাগান অবস্থিত।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আম বাগান মালিক মোঃ মিজানুর রহমান জানান, গত বছরের তুলনায় এ বছর আমের গাছগুলোতে মুকুল ভালোই ধরেছে।
একই গ্রামের আরেক আম বাগান মালিক মোঃ খাদিমুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানিয়েছেন, আমচাষিদের বাগানগুলোতে পরিচর্যার জন্য কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো থাকলে আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।