মিজানুর রহমান, পাবনা প্রতিনিধি : পাবনায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের “অগ্রগতি মূল্যায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জন কৌশল নির্ধারণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাবনা প্রতিশ্রুতির আয়োজনে পাবনা জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। শিক্ষা ও স্বাস্থ্যগত ভাবে সমৃদ্ধ না হলে একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে তিনি তার বক্তব্যে বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান (টিপু)।
কর্মশালায় মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের উপর ভিডিও চিত্র উপস্থাপন করা হয় এবং প্রকল্পের অগ্রগতির লক্ষ্যে কর্ম কৌশল নির্ধারণ করা হয়।
পাবনা প্রতিশ্রুতির পরিচালক (ঋণ) মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওসাকার নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ, পিসিডির নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম, নিউ এরা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, আত্মবিশ্বাস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আকরামুল হক বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ম্যানেজার জি.এম. হুমায়ুন আজম, প্রকল্পের টেকনিক্যাল কনসালটেন্ট মোঃ জাহিদ হোসেন, ওসাকার সিনিয়র পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পাবনা প্রতিশ্রুতির পরিচালক(অর্থ) মোঃ আব্দুল ওয়াদুদ ও পরিচালক(কার্যক্রম) খোন্দকার বোরহানুর হাসান, নিউ এরা ফাউন্ডেশন এর পরিচালক মোস্তাক আহমেদ কিরন, আত্মবিশ্বাস সংস্থার পরিচালক মোঃ রফিকুল হাসানসহ পাবনা জেলায় উক্ত প্রকল্প বাস্তবায়নকারী পিকেএসএফ এর ৮টি সহযোগি সংস্থার ৫৫ জন শাখা ব্যবস্থাপক, এরিয়া ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং ফোকাল পার্সন।