ফরিদপুর প্রতিনিধি : তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফরিদপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নবগঠিত জিরো ওয়েস্ট ব্রিগেড এর সহযোগিতায় জেলা পরিষদ, ফরিদপুরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের কার্যালয় সামনে থেকে এ পরিছন্নতা অভিযান শুরু হয়। সড়কের পাশাপাশি জেনারেল হাসপাতালেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।
পরিবেশ উন্নয়ন ফোরামসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন। এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার উপস্থিত ছিলেন। আয়োজকরা মনে করেন, নিজ নিজ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ এলাকা নিজেদের উদ্যোগে পরিচ্ছন্ন রাখতে পারলেই একটি সুস্থ জীবন পাওয়া সম্ভব।