স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটা হয়েছে রোমাঞ্চে টইটম্বুর। একের পর এক নাটকে পরতে পরতে বদলেছে ম্যাচের রঙ। শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই শেষ বলে চার মেরে চিটাগং কিংসকে ফাইনালে তুলে দেন আলিস আল ইসলাম। খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে বাড়িতে পাঠিয়ে ফাইনালে চলে গেছে চিটাগং। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং কিংস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। মেহেদী হাসান মিরাজ এবং নাঈম শেখের উদ্বোধনী জুটিটা ভেঙেছে দলের ১০ রানের মাথাতে। ৬ বলে ২ রান করে বিদায় নেন মিরাজ। তিনে নেমে সুবিধা করতে পারেননি অ্যালেক্স রস। পরের ওভারেই আউট হয়েছেন তিনি। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন রস। পাওয়ারপ্লেটা ভালো যায়নি খুলনার। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তোলে খুলনা টাইগার্স। টিকে থাকা নাঈম শেখ ২২ বলে ১৯ রান করে বিদায় নিয়েছেন দলের ৩৪ রানের মাথায়। আফিফ হোসেন ধ্রুবও টিকতে পারেননি। ১৪ বলে ৮ রান করে দলের ৪২ রানের মাথায় আউট হন আফিফ। মাত্র ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় খুলনা টাইগার্স। এরপর ৫ম উইকেটে জুটি বাঁধেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং শিমরন হেটমায়ার। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছেন অঙ্কন এবং হেটমায়ার। তাতে কিছুটা দিশা ফিরে পেয়েছে খুলনা। শুরুতে রয়েসয়ে খেললেও শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন হেটমায়ার এবং অঙ্কন। ৩২ বলে ৪১ রান করে দলের ১১৫ রানের মাথায় থেমেছেন অঙ্কন। হেটমায়ারের তান্ডব চলছিল। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে পিটিয়ে চিটাগংয়ের বোলারদের ছাল তুলেছেন হেটমায়ার। শেষের আগের ওভারে আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রান করেছেন হেটমায়ার। শেষ দিকে ৫ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। চিটাগং কিংসের হয়ে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। ১টি করে উইকেট শিকার করেন আলিস আল ইসলাম, আরাফাত সানি, খালেদ আহমেদ এবং শরিফুল ইসলাম। জবাব দিতে নেমে খাজা নাফের ব্যাটে চড়ে ভালো শুরু পায় চিটাগং কিংস। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন নাফে। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ৬ বলে ৪ রান করে। তিনে নেমে গ্রাহাম ক্লার্কও ছিলেন ব্যর্থ। ৪ বলে ৪ রান করেন তিনি। পাওয়ারপ্লের ফায়দা লুটেছেন নাফে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে চিটাগং কিংস। পাওয়ার প্লে শেষেও দলের ইনিংসকে টেনেছেন নাফে। সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন হুসাইন তালাত। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকেন দু’জন। ক্রিজের সাথে যেন আঠার মত লেগে গিয়েছিলেন। সময়ের সাথে সাথে রানের গতি বাড়িয়েছেন নাফে এবং তালাত। তাতে ধীরে ধীরে সহজ হতে থাকে দলের জয়ের সমীকরণ। ফিফটি ছুঁয়েছেন নাফে। তালাতও ফিফটির পথেই ছিলেন। তবে এর আগেই আউট হয়েছেন তিনি। ২৫ বলে ৪০ রান করা তালাতকে ফিরিয়েছেন নাসুম আহমেদ। এরপর শামীম হোসেন পাটোয়ারীকেও আউট করে দিয়ে ম্যাচটা জমিয়ে দেন নাসুম। ফিফটি করা নাফে টিকে ছিলেন। তবে বেশিক্ষণ তাকে টিকতে দেননি মুশফিক হাসান। ৪৬ বলে ৫৭ রানের ইনিংস খেলা নাফেকে ফেরান মুশফিক। এরপর আউট হন খালেদ আহমেদ এবং মোহাম্মদ মিঠুন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটাকে আরও জমিয়ে তোলেন খুলনার বোলাররা। শেষ দিকে লড়াই চালিয়েছেন আরাফাত সানি এবং আলিস আল ইসলাম। শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। স্ট্রাইকে ছিলেন সানি। প্রথম ২ বল থেকে আসে ৬ রান। এরপর ২ রান নিতে চাইলেও আলিস পড়ে যাওয়ায় ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সানিকে। আলিস রিটায়ার্ড হার্ট হলে শরিফুল ইসলাম নেমে একটি চার মারেন। পরের বলেই আউট হন। শরিফুল আউট হলে আবারও ক্রিজে ফেরেন আলিস। ১ বলে দরকার ৪ রান। সেই বলে চার মেরে দলকে জেতান আলিস, হয়ে যান জয়ের নায়ক। ২ উইকেটের জয়ে ফাইনালে চলে গেল চিটাগং কিংস। আজ বৃহস্পতিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।