হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু পূবালী ব্যাংক শাখার ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবা কর্ণার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পূর্বালী ব্যাংক শাখায় ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হরিণাকুন্ডু পূবালী ব্যাংক শাখার পিও ও ব্যবস্থাপক মোঃ তানভীর আহমেদের সভাপতিত্বে এবং এসপিও ও ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক এস এম আশরাফুল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের খুলনা উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোঃ শামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, ইসলামী আন্দোলনের হরিণাকুন্ডু শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদল, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ আরও অনেকেই।