পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দীর্ঘদিন পর পটিয়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা দিয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটিতে পটিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ঈদ্রিস মিয়াকে আহ্বায়ক করায় পটিয়া বায়তুশ শরিফ কমপ্লেক্সে মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলিম উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হোসেন, জঙ্গল ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন, শফি, জাবেদ, ধীমান বড়ুয়া, ইউনুছ, করীম, সুমন, নাহিদসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে হেফজ বিভাগের ছাত্রদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।