কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : আওয়ামী লীগ কর্তৃক দেশে অপপ্রচার চালানো ও নৈরাজ্য সৃষ্টির পায়তারার বিরুদ্ধে ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির উদ্যোগে শহরে এক ঝটিকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে মিছিলটি থানা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু।
এসময় পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহম্মদ আলী জিন্নাহ, তোফাজ্জেল হোসেন তপন, যুবদল নেতা সূজাউদ্দীন মাহমুদ পিয়াল, মঞ্জুরূল হক খোকা, মকছুদুল মোমিন, ছাত্রদল নেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা, তারেকুর রহমান টিপু, ইফতি জাহান, হারুন অর রশিদ রাজাসহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের ছাত্র-জনতা কর্তৃক জনধিকৃত আওয়ামী লীগের ইতিহাস শুধু লুটপাটের। তাদের সে কর্মকান্ডের জন্য দলটির নেতা শেখ হাসিনাসহ তাদের দোসররা গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের অনুগতদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে দেশকে অশান্ত করে তুলতে চায়।
তাদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, অত্যাচারী জনধিকৃত আওয়ামী লীগের যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও দেশপ্রেমিক সকল মানুষ প্রস্তুত রয়েছে। সে কারণে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।