চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত থেকে গরু আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গত সোমবার ভোরে উপজেলার রোকনপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মহিবুল ইসলামের ছেলে মোঃ মুকুল, মোশারফের ছেলে আব্দুল আলীম, কামইল গ্রামের মতিউরের ছেলে বাবু ও সাদরইল গ্রামের ইশাহাকের ছেলে দুরুল।
ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান বলেন, ভারত সীমান্ত থেকে চার বাংলাদেশিকে প্রবেশের সময় আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
এ বিষয়ে ১৬ বিজিবির রোকনপুর বিওপির ক্যাম্প ইনচার্জ মুঠোফোনে ঘটনার কথা অস্বীকার করে বলেন, এ ধরণের কোনো তথ্য আমাদের কাছে নাই।
এ বিষয়ে জানতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।