আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে একটি মার্কিন সামরিক উড়োজাহাজে করে ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, সি-১৭ গ্লোবমাস্টার সামরিক উড়োজাহাজটি টেক্সাসের এল পাসো থেকে উড়েছে এবং গন্তব্যে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা লাগবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো একটি বিরল ঘটনা। সাধারণত অবৈধ অভিবাসীদের বাণিজ্যিক চার্টার ফ্লাইটে পাঠানো হয়, তবে এবার মার্কিন সামরিক উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।
এনডিটিভি আরও জানিয়েছে, অভিবাসীদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং এতে ভারত সরকারের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যায়। মার্কিন প্রশাসন জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতি বাস্তবায়নের জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করছেন। তিনি মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছেন, অবৈধ অভিবাসীদের সাময়িকভাবে সামরিক ঘাঁটিতে রাখার ব্যবস্থা করেছেন এবং তাদের বহিষ্কারের জন্য সামরিক উড়োজাহাজ ব্যবহার করছেন।
ট্রাম্প বলেন, “আমরা ইতিহাসে প্রথমবারের মতো অবৈধ অভিবাসীদের সামরিক উড়োজাহাজে তুলে ফেরত পাঠাচ্ছি। তারা যেখানে থেকে এসেছে, সেখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে”।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে সামরিক বিমানে অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসন জানায়, কলম্বিয়া শুরুতে নিজস্ব উড়োজাহাজ ব্যবহার করতে চেয়েছিল, তবে পরে মার্কিন সামরিক উড়োজাহাজের মাধ্যমেই ফেরত পাঠানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, মোদী তাকে আশ্বস্ত করেছেন যে, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আগেই বলেছেন, “ভারত সরকার অবৈধভাবে বিদেশে বসবাসরত ভারতীয়দের ফেরত নিতে প্রস্তুত”।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই প্রত্যাবাসনের ঘোষণা এমন সময় এসেছে, যখন মোদী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। এটি ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদীর প্রথম সফর।
যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ ব্যবহারের কারণে প্রত্যাবাসন ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় পাঠানো সামরিক ফ্লাইটে প্রত্যেক অভিবাসীর পেছনে ব্যয় হয়েছে প্রায় ৪,৬৭৫ ডলার, যা আমেরিকান এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস টিকিটের চেয়ে পাঁচগুণ বেশি।
এছাড়া, মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট পরিচালিত বাণিজ্যিক চার্টার ফ্লাইটের তুলনায় সামরিক ফ্লাইটের খরচ অনেক বেশি। ট্রাম্প প্রশাসন অভিবাসনের পাশাপাশি কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছে।
ট্রাম্প বলেন, “কানাডা, মেক্সিকো ও চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের ক্ষেত্রে প্রতারিত করছে। আমরা আর এটি সহ্য করব না”।
এর পাশাপাশি, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করেছে এবং সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে শুল্ক নীতি আরও কঠোর করেছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। ভারত সরকার তাদের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখালেও, সামরিক উড়োজাহাজ ব্যবহারের কারণে উচ্চ ব্যয়ের বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। সামনের দিনগুলোতে অভিবাসন নীতির আরও পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার অভিবাসীদের ওপরও প্রভাব ফেলতে পারে।