বিনোদন ডেস্ক
অভিনেত্রী তামান্না ভাটিয়ার সৌন্দর্য আজকাল অনেকের নজর কেড়েছে। ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানের সঙ্গে তার শরীরী হিল্লোল কল্পনার জগৎ সৃষ্টি করেছে অনুরাগীদের মনে। এবার, নিজের সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন তামান্না। কীভাবে নিজেকে ও শরীরকে ভালোবাসতে শিখেছেন, তা প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে।
তামান্না জানান, প্রতিটি দিনের শেষে স্নান করার পর শরীরকে ধন্যবাদ জানান তিনি। “দিনের শেষে স্নান করে ক্লান্তি দূর করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে কৃতজ্ঞতা জানাই,” বলেছেন অভিনেত্রী। এই অভ্যাসই তাকে শরীরকে ভালোবাসতে শিখিয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে, তার শরীরই তার সবচেয়ে ভালো বন্ধু, যা প্রতিদিন তার সঙ্গে থাকে।
আগের সময়ের কথা মনে করে তামান্না জানান, একসময় খুবই ক্ষীণদেহী ছিলেন। তখন তিনি ভাবতেন, রোগা হলেই সুন্দর দেখা যায়, কিন্তু পরে উপলব্ধি করেছেন যে, শরীরের সঠিক যত্ন নেওয়াই আসল গুরুত্বপূর্ণ। রোগা হওয়ার সঙ্গে ভালো অনুভূতির কোনও সম্পর্ক নেই, বলেছিলেন তামান্না।
তামান্নাকে শেষ দেখা গিয়েছিল ‘সিকন্দর কা মুকদ্দর’ ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, জিমি শেরগিল ও জসবিন্দর সিংহ। আগামী দিনে অশোক তেজার পরিচালনায় ‘ওডেলা ২’ ছবিতে দেখা যাবে তাকে।