স্পোর্টস ডেস্ক
একটা মানদন্ড ছিল বলেই অস্ট্রেলিয়ার লিজেন্ড হয়েও সেখানকার হল অব ফেমে জায়গা পাননি মাইকেল বেভান। সেই মানদন্ডে এবার পরিবর্তন এনে বেভানকে অবশেষে হল অব ফেমে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বেভান মূলত অস্ট্রেলিয়ার ওয়ানডে স্পেশালিস্ট হিসেবেই পরিচিত। রান তাড়ায় নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, ‘দ্য ফিনিশার’ তকমা লেগে যায় তার। নিয়মিতভাবে রান চেজে দলকে জেতাতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি। ২৩২ ওয়ানডেতে ৫৩.৫৮ গড়ে তার সংগ্রহ ৬ হাজার ৯১২। এই ব্যাটারের হাত ধরে ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটির একটি হচ্ছে ১৯৯৬ সালে নিউ ইয়ার্স ডেতে এক উইকেটের জয়। শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেছিলেন।
স্মরণীয় মুহূর্তের মধ্যে আছে ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৪ রানের ইনিংসে দলের জয়ে অবদান। তার আগের বছর মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ফেললে দলকে জয়ের পথে তুলেছে তার ৯৫ বলে ১০২ রানের ইনিংস।
সাদা বলের ক্রিকেটে এত অবদান থাকার পরেও ১৫ বছর হল ফেমের ক্যাটাগরির জন্য বিবেচিত হননি এই ক্রিকেটার। কারণ টেস্ট ক্যারিয়ার সমৃদ্ধ ছিল না। মাত্র ১৮ টেস্ট খেলেছেন। হল অব ফেমে জায়গা পেতে হলে এতদিন সমৃদ্ধ টেস্ট ক্যারিয়ারের প্রয়োজন হতো। সেই মানদন্ডে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বেভানের হাতে হল অব ফেমের স্মারক তুলে দিয়েছেন পিটার কিং। যিনি হল অব হেমের চেয়ারম্যান। মানদন্ড নিয়ে নিজের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আসলে মাইকেলের ব্যতিক্রমী খেলোয়াড়ি রেকর্ড এবং জনসাধারণের কাছে তার অবস্থান হল অব কমিটিকে নির্বাচনি মানদন্ডকে পর্যালোচনা করতে বাধ্য করেছে। ফলে যারা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিও শ্রেষ্ঠ ছিলেন তাদেরকে টেস্টের মতোই কমিটি সমানভাবে স্বীকৃতি দেবে’।