ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাগর হোসেন (২৪) নামে একজন নিহত ও মোটরসাইকেলে থাকা দুইজন ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার হরগোবিন্দপুর গ্রামের আব্দুল তালেবের পুত্র। আহতরা হলেন পার্বতীপুর উপজেলা আটরাই গ্রামের মতিয়ার রহমানের পুত্র আশরাফুল ইসলাম (২৬), ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মুক্তার মন্ডলের পুত্র সাদ্দাম হোসেন (৩২) ও উত্তর সুজাপুর গ্রামের সহিদ ইসলামের পুত্র (ট্রাক্টরের চালক) বিশাল হক (১৭)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল বলেন, গতকাল রোববার সকাল ১০টায় মোবাইলে হরগোবিন্দপুরের সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে থেকে মৃতদেহ উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। সুরতহাল শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।