স্পোটর্স ডেস্ক
ম্যাচ শুরুর আগে দুর্বার রাজশাহী ছিল চারে। খুলনা টাইগার্স হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেতো রাজশাহীর। তবে খুলনার পা পিছলে পড়েনি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে সেরা চারে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল।
গ্রুপপর্ব শেষে খুলনা আর রাজশাহীর পয়েন্ট সমান ১২। তবে রানরেটে এগিয়ে থাকায় খুলনা উঠে গেছে চারে, নিশ্চিত করেছে প্লে-অফ। এক ধাপ নিচে নেমে বিদায় হয়ে গেছে রাজশাহীর।
বোলাররাই খুলনার জয়ের ভিত গড়ে দেন। ঢাকাকে ৯ উইকেটে ১২৩ রানেই আটকে দেন তারা। ১৯ বল হাতে রেখে ১২৪ রানের লক্ষ্য পেরিয়ে গেছে খুলনা এবং সেটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে। মিরাজ ৫৫ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে দল জিতিয়েই মাঠ ছেড়েছেন।
যদিও ছোট লক্ষ্য তাড়ায় খুলনাকে শুরুতে ধাক্কা দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ নাইম শেখ আর আফিফ হোসেনকে শূন্য রানেই সাজঘরের পথ দেখান কাটার মাস্টার। এরপর অ্যালেক্স রস ১৯ বলে ২২ আর উইলিয়াম বসিস্তু ২০ বলে করেন ১৮। মিরাজ এক প্রান্ত ধরে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। লিটন দাসকে নিয়ে উড়ন্ত সূচনা করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। লিটন ১০ বলে ১০, হাবিবুর রহমান সোহান ৮ বলে ৩, ফারমানুল্লাহ ২০ বলে ৭ করেই সাজঘরে ফেরেন।
২৮ বলে ফিফটি করা তানজিদ তামিমেরও ধৈর্য্যর বাধ ভাঙে। ৩৭ বলে ১ চার আর ৭ ছক্কায় ৫৮ রান করে আউট হন বাঁহাতি এই ওপেনার। শেষদিকে সাব্বির রহমান ১৭ বলে ২০ আর মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ করলেও ঢাকার পুঁজি বড় হয়নি।
হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। ১০ রানে ২ উইকেট নেন উইলিয়াম বসিস্তু।