দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম বলেছেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধূলা ও সাহিত্য-সাংস্কৃতিক চর্চার সুসমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার এসব উপাদানের সমন্বয় ঘটেছে জেলার অন্যতম নন্দিত ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজে। কলেজটি দিনাজপুরের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রতিটি ছাত্র-ছাত্রীকেই কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়। প্রতিটি মানুষের শিক্ষা জীবন এমনিই এক ধাপ, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা তোমাদের পিতা-মাতার মুখ উজ্জ্বল করবা।
গতকাল বৃহস্পতিবার হলি ল্যান্ড কলেজ দিনাজপুর এর বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম এ কথা বলেন।
হলিল্যান্ড কলেজ-এর সভাপতি প্রফেসর মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী, কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম ও বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবু হেনা মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ্।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতযোগিতার বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।