চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা গ্রামে গত ১২ জানুয়ারি রাতে পিন্টু (পিন্টু সোর্স নামে পরিচিত) নামে একজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পিন্টু ও তার সঙ্গী বাদশা মোটরসাইকেলে চরবাগডাংগা বাজার থেকে বাড়ি ফেরার পথে লতিফ মিষ্টারের বাগানের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০ জন আসামির নাম উল্লেখ করে এজাহারে দাখিল করা হয়, হামলার দিন আগে থেকেই অভিযুক্তরা বাগানে অবস্থান করছিল। পিন্টু ঘটনাস্থলে পৌঁছামাত্র তাকে আক্রমণ করা হয় এবং বাদশাকে ধরে রাখে আরও ৩-৪ জন। পরিকল্পিত এ হামলার ফলে পিন্টু ঘটনাস্থলেই গুরুতর আঘাত হন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাৎক্ষণিক তাকে রামেকে রেফার্ড করে, দীর্ঘ ১২ দিন চিকিৎসা চলার পর ২৪ ডিসেম্বর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিন্টু হত্যাকাণ্ডের বিষয়ে সম্প্রতি একটি কুচক্রী মহল ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্য ভুয়া এজাহারের ওপর ভিত্তি করে গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা দাবি করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি টিপু চেয়ারম্যানের সঙ্গে পিন্টুর কোনো বিরোধ ছিল না। তবে পিন্টুর পরিবারের ভাষ্যমতে, পিন্টু মাদক কারবারি ও চোরাচালানকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেন। সেই থেকেই টিপু চেয়ারম্যান, মুবারক গুধা এবং মিজানসহ অন্যান্য অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।
পিন্টু হত্যা মামলার মূল ১, ২ ও ৩ নম্বর আসামি যথাক্রমে শাহিদ রানা টিপু, মুবারক গুধা ও মিজান। টিপু চেয়ারম্যান: ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি বাগডাংগায় আইয়ুব হত্যা ও সুন্দরপুরের জিয়া হত্যা মামলার প্রধান আসামি।
সূত্র বলছে, এজাহারে উল্লেখিত ২০জন আসামির মধ্যে ১৯ জন আসামি সকলেই মাদক কারবারের সাথে জড়িত।
মিজান: সদর উপজেলা তাঁতীলীগের সাবেক সহসভাপতি। আজিজুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রভাবশালী এমপি আবদুল ওদুদের ঘনিষ্ঠ সহযোগী। কালু: টিপু চেয়ারম্যানের আপন ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি। পরিবার ও স্থানীয়দের বক্তব্য, পিন্টুর পরিবারের সদস্যরা জানান, পিন্টুকে হত্যা করার জন্য বারবার মাথায় আঘাত করা হয়, কুচক্রী মহল আওয়ামীলীগ নেতাদের ট্যাগ দিয়ে ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা ওমর আলী ও নুরুল ইসলাম মেম্বারকে জড়ানোর অপপ্রচার চালাচ্ছে, যা পুরোপুরি ভিত্তিহীন।
চরবাগডাংগা ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, “এসব বিষয়ে আমাদের কাছে জানার কিছু নেই। তার ভুক্তভোগী পরিবারের থেকে কি কেউ বেশি জানতে পারবে? তার পরিবারের কাছে তথ্য নিলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তবে কিছু মহল আসল অপরাধীদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে, যেটা আমাদের কাছে পিন্টু হত্যার বিচারকার্য নিয়ে আশঙ্কা তৈরি করছে। আমাদের দাবি শুধু একটাই, যারা দোষী তারা যাতে দ্রুত গ্রেপ্তার হয়।”
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দিন জানান,“পিন্টু হত্যা মামলায় একজন আসামি মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পিন্টু হত্যা মামলার গ্রেপ্তারকৃত একমাত্র আসামি মতিউর রহমানকে গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিন্টু হত্যাকাণ্ডকে ঘিরে স্থানীয় কুচক্রী মহলের অপপ্রচার, ঘটনার মূল আসামিদের বাঁচানোর চেষ্টা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।