ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পূর্ব কাঁটাবাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী মোছাঃ হোসনে আরা (৫০) এক বছর যাবৎ জঠিল কিডনির রোগে আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন। বর্তমানে তার দুইটি কিডনি নষ্ট। তার পরিবার তাদের সাধ্যমত এ পর্যন্ত ৪০টি ডায়ালাইসিস করিয়েছেন। বর্তমানে সপ্তাহে দুইটি করে কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। তাতে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা খরচ হয়। প্রতি সপ্তাহে এতো বড় খরচ তার পরিবারের পক্ষ থেকে বর্তমানে চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় তার স্বামী আব্দুস ছাত্তার তার স্ত্রীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেছেন। আপনার মানবিক সহযোগিতায় বেঁেচ যেতে পারে একটি প্রাণ। যোগাযোগ- বিকাশ: ০১৭৩৫৪৮২২১৪, নগদ : ০১৭১২০৫৭৭৭১।