সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গত বুধবার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউট এ ১৫৮তম ও শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫২তম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াদ হোসেন, রাজউক এর চিফ ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুকু, শেখরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন নেত্রীবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।
রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউট অনুষ্ঠান টির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছাত্তার মিয়া এবং শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম.এ. কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নে নানাবিধ পরামর্শ দেন। তিনি বলেন, “স্কুল-কলেজে বড় বড় বিল্ডিং আছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান উন্নয়ন হয় নাই। আমাদের সবাইকে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে। অভিভাবকদের আরও বেশী সচেতন হতে হবে। ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। এই এলাকার শিক্ষার্থীদের অনেক বড় বড় পদে যেতে হবে”। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।