সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দোষররা তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে ইট ভাটায়। অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছে অনেকে। প্রশাসন মাটি কাটার বিষয় জানার পর নামমাত্র অভিযান পরিচালনা করে কিছু জরিমানা করলেও বন্ধ হচ্ছেনা এ সমস্ত কর্মকান্ড।
গতকাল বৃহস্পতিবার বেলা দেড় টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় মাটিকাটা বন্ধ ও মাটি দস্যুদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিরাজদিখান উপজেলার ছাত্র সমাজ ও এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে রাতুল হাসান শান্ত, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, আনিস আহমেদ, ইয়ামিন শেখ, নাগরিক কমিটির এডভোকেট মারুফ হাসান মন্টি, ছাত্র প্রতিনিধি সৈয়দ মুরশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ।
মানববন্ধনের অংশগ্রহণকারীরা বলেন, প্রশাসনের লোকবল কম আছে এ অজুহাত দেখিয়ে বন্ধ করছে না এই উপজেলার অবৈধ মাটিকাটা। দ্রুত এই অবৈধ মাটিকাটা বন্ধ না করলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র-জনতা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।