বাগেরহাট প্রতিনিধি : দুস্থ অসহায় শীতার্তদের মাঝে বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফকরুল হাসান এর পক্ষে সরকার কর্তৃক প্রাপ্ত কম্বল বিতরণ করেছেন পৌরসভার তথ্য ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বাবু সুব্রত কুমার সমাদ্দার ও কমিউনিটি মোবিলাইজার শেখ মোহাম্মদ আলী হোসেন।
গতকাল বুধবার সকালে বাগেরহাট পৌরসভা প্রাঙ্গণে অসহায় শীতার্তদের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার বাজার কর্মকর্তা কে এম সেলিম, প্রধান অফিস সহকারী রফিকুল ইসলাম মিঠু, প্রকৌশল শাখার আশিষ কুমার দে, ডালিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান মোঃ সেলিম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।