পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির পত্নীতলা গড়তে আন্তঃধর্মীয় সংলাপ ও ১১ দফা ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা শাখার যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে উক্ত সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা শাখার আহ্বায়ক আক্কাস আলী মন্ডল, সাবেক সভাপতি মোকসেদুল হক, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও পিস এ্যাম্বাসেডর মরিয়ম বেগম শেফা, আওয়ামী মহিলা লীগ সভানেত্রী ও পিস এ্যাম্বাসেডর খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ শেখ রাব্বি আজিজ বিন আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি বুলবুল চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্টের মিপস প্রকল্পের এলাকা সমন্বয়কারী এসএম শফিকুর রহমান, সমন্বয়কারী সুকমল মন্ডল ও আসির উদ্দীন প্রমুখ।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলাকা সমন্বয়কারী এসএম শফিকুর রহমান। তিনি দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এ যাবতকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে শন্তি ও সম্প্রীতির পত্নীতলা গড়তে সকলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।
এসময় ইসলাম ধর্মীয় নেতা সহকারী অধ্যাপক মাওলানা শরিফুল ইসলাম, সনাতন ধর্মীয় নেতা জীবন চক্রবর্তী, খ্রিস্টান ধর্মীয় নেতা জন বৈদ্য নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতির বাণী সকলকে শোনান। অংশগ্রহণকারীগণ উপস্থাপিত বক্তব্যের প্রেক্ষিতে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্রীতি ও সম্বৃদ্ধ পত্নীতলা গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ, সংহতি প্রকাশ এবং গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।