মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা : সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস. জে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অত্র বিদ্যালয়ের আয়োজনে গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রকার ইভেন্টের উপর ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস. জে) মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাসনিম আক্তার প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
সরকারী মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস. জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা ও মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও ৭১ এর বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈয়দ লুৎফর রহমান তুষার প্রমুখ।