দেশ এবং জাতির উন্নয়নই আমাদের লক্ষ্য : মোহাম্মদ আরফিন
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে : হাজী দেলোয়ার হোসেন
চট্টগ্রাম অফিস : গত ২৭ জানুয়ারি সোমবার চট্টগ্রাম মহানগরের প্রাণকেন্দ্র আন্দরকিল্লায় নবাব সিরাজউদ্দৌলা রোডে দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করেন দৈনিক প্রথম সূর্যোদয় এর সম্পাদক মোহাম্মদ আরফিন। দৈনিক প্রথম সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান আক্তার উদ্দিন রানার সভাপতিত্বে এবং জসিম উদ্দিন মিঠুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল রিহ্যাবের সভাপতি হাজী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জি এম মাহাবুব হোসেন, নাসিবের চট্টগ্রাম জেলার সভাপতি নুরুল আজম ও বিশিষ্ট ব্যক্তিত্ব জাহিদ সারোয়ার। এছাড়া বক্তব্য রাখেন পটিয়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, চকরিয়া প্রতিনিধি বেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার রতন বড়ুয়া, স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মোঃ আলমগীর, স্টাফ রিপোর্টার জামাল হোসাইন, রাউজান প্রতিনিধি মোঃ শাহেদুর রহমান, লামা উপজেলা প্রতিনিধি নাজমা সুলতানা ও বন্দর প্রতিনিধি মোহাম্মদ সেলিমসহ দৈনিক প্রথম সূর্যোদয়ের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজসহ নানা শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে রিহ্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল রিহ্যাবের সভাপতি হাজী দেলোয়ার হোসেন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। আমরা চাই, দৈনিক প্রথম সূর্যোদয় হবে আমাদের সকলের প্রিয় পত্রিকা। সকলের সহযোগিতার মাধ্যমেই এ পত্রিকাটি অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
দৈনিক প্রথম সূর্যোদয় এর সম্পাদক মোহাম্মদ আরফিন বলেন, দেশের প্রতিটি জেলায় সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকে আলোচনার মাধ্যমে সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে দৈনিক প্রথম সূর্যোদয়। সারাদেশের সকল সমস্যা ও সমাধানের দিকনির্দেশনাসহ সার্বিক খবরাখবর সবার সামনে তুলে ধরার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে এ পত্রিকাটি।
বিশেষ অতিথির বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন, আমরা চাই, দৈনিক প্রথম সূর্যোদয় উন্নত সমৃদ্ধ বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানাবে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে। এই দায়িত্ববোধ থেকে সমাজের অন্যায় ও অসঙ্গতি তুলে ধরার চ্যালেঞ্জ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনাচার, বৈষম্য উদঘাটন, সত্য ও সুন্দরকে দৈনিক প্রথম সূর্যোদয় তুলে ধরবে।
দৈনিক প্রথম সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান আক্তার উদ্দিন রানা বলেন, দৈনিক প্রথম সূর্যোদয় কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে।