নিজস্ব প্রতিবেদক
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম বুধবার এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ডেসটিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ, প্রধান কার্যালয়ের চেয়ারম্যান মো. হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোফরানুল হকসহ মোট ১৯ জন। এদের মধ্যে রফিকুল আমীন, ফারহা দিবা ও মোহাম্মদ হোসেন কারাগারে আছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ জামিনে এবং ১৫ জন আসামি পলাতক রয়েছেন।
২০১২ সালে ডেসটিনির শীর্ষ কর্মকর্তারা আইন ও বিধি লঙ্ঘন করে গাছ বিক্রির নামে ২,২৫৮ কোটি টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ৫৬ কোটি ১৯ লাখ ১৯ হাজার টাকা ঋণপত্র (এলসি) আকারে এবং আরও ২ লাখ ৬ হাজার মার্কিন ডলার সরাসরি পাচার করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় মামলা দুটি করে এবং ২০১৪ সালের ৪ মে অভিযোগপত্র দাখিল করে।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও অর্থ পাচারের আরেক মামলাতেও রফিকুল আমীনকে ১২ বছরের কারাদন্ড এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়।