ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন, খয়েরবাড়ী ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়নসহ উপজেলা প্রতিটি ইউনিয়নে অবৈধভাবে চলছে বালু ও মাটি কাটার উৎসব। এতে চরম বিপদে পড়েছে সংশ্লিষ্ট এলাকার কৃষক, আবাদকৃত ফসল, গ্রামীণ রাস্তা-ঘাট। ঝুঁকিতে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো অভিযান পরিচালনা করছে, বলে অভিযোগ করছেন অনেকে।
সরেজমিনে শিবনগর ইউনিয়নের নদী ঘেঁষা রাজারামপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী তার নিজের জায়গায় মাটি কাটছেন। সেখানে তিনি তার নিজের জায়গা প্রায় ৮ ফিট গভীর করে মাটি ও বালি কেটে বিক্রয় করছেন। সেই বালি ও মাটি বহনকারী ট্রাক্টর দিয়ে পাশের জমির মালিকের চাষকৃত ভুট্টা ক্ষেত ও গাছ লাগানো বাগান ধ্বংস করছেন। সেই সাথে পাশে থাকা বিদ্যালয়ের দেয়াল ও গাছ নষ্ট করেছেন। বিদ্যালয়টির সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে ঝুঁকিতে। বিষয়টি নিয়ে রাজারামপুর সফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানসহ গ্রামের ৭ জন কৃষক সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে একবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে পাঠিয়েছিলেন। এরপর আর কোন পদক্ষেপ নেন নাই বলে জানান, শিক্ষক ও ভুক্তভোগী ফজলুর রহমান। পরে তিনি আবার তার জায়গায় গাছ রোপণ করেছেন।
অপরদিকে আলাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন তার নিজ পুকুরের মাটি কেটে নিচু জমি ভরাট করবে বলে ভূমি অফিসের অনুমতি নিয়ে পুকুর থেকে মাটি না কেটে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রয় করছেন। এমন দৃশ্য দেখা যায় খয়েরবাড়ী, দৌলতপুর ইউনিয়নের নদী ঘেঁষা এলাকাগুলোতে।
সংশ্লিষ্ট এলাকার মানুষের একটাই দাবি, তাদের কৃষিজমি, ফসলের মাঠ ও যাতায়াতের রাস্তা ধ্বংস রোধে প্রশাসন যেন তৎপর হয়। তারা আতঙ্ক নিয়ে বলেন, আর যদি রক্ষক, ভক্ষকের রূপ নেয় তাহলে আমরা যাবো কোথায়?