পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনশত নারী-পুরুষের মাঝে দুইশত কম্বল ও একশত সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা উত্তর ভেলাতৈড় গ্রামে অধ্যক্ষ মোত্তালেব আলী স্মৃতি সংসদের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ডিএন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, অধ্যক্ষ মোত্তালেব আলীর ছেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ, উপজেলা সিপিবির সভাপতি প্রভাত সমীর শাহাজাহান আলম, উপজেলা জাসদের সাম্পাদক সলেমান আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ইউপি সদস্য মুক্তার হোসেন, সমাজসেবক আবুল কাশেম, বদিউজ্জামান বুলবুল, কবাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।