বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় ছাত্রদল নেতা রাতুল মোল্লার লাল পতাকা দলকে পরাজিত করে ছাত্রদল নেতা মাহামুদের মুক্তিযোদ্ধা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান রাসেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন যদুনাথ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ঝিমি মন্ডল, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সভাপতি। খেলাটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মনিরুজ্জামান মনি।