কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:- ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে মোবারকগঞ্জ রেলগেট থেকে ১ হাজার ১শত ৮৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল ।
ঝিনাইদহ র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালীগঞ্জ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ১৬-০২৫৪ নম্বরের ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বাবুল (৩০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ান এর ছেলে। ট্রাকটি সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাক রেখে কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিতে ট্রাকের পিছনের ত্রিপল দিয়ে ঢাকা ৩টি প্লাস্টিকের বস্তায় রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।