ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের ফুলবাড়ীতে নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সচেতনমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৬ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) শামিম হোসন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার তদন্ত ওসি আব্দুল্লাহ আল মামুন। এসময় ওয়ার্ড সদস্য লিটন মন্ডল, নুর ইসলাম, মকসেদ আলী মন্ডল, লাভলু ফারুক, সুকুমার রায়, সাজেদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী, হিসাব সহকারী মোনায়েম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।