নিজস্ব প্রতিবেদক
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা রেললাইন অবরোধও করেছেন। এতে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। সোমবার দুপুর দেড়টার দিকে কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহাখালী এলাকায় শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখার কারণে আনুমানিক এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই পাশের রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি শুনেছি। সত্য কি না জানি না।
জানা যায়, বেলা ১১টার পর শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুরের দিকে ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইনে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ট্রেন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাটি তার জানা নেই বলে জানান।
দুপুর পৌনে দুইটার দিকে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারা মিয়া ঘটনাস্থল থেকে জানান, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে এখনো রেললাইন অবরোধ করে রেখেছেন। এ কারণে দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে।