মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর জুবিল্যান্ট ক্লাবের নাট্য বিষয়ক সম্পাদক নাট্যব্যক্তিত্ব মফিজুর রহমান পেন্টু মিয়ার মৃত্যুতে গতকাল শনিবার সকাল ১০টায় মুকসুদপুর আইডিয়াল স্কুলে জুবিল্যান্ট ক্লাবের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জুবিল্যান্ট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম বাকী, মুকসুদপুর কলেজের প্রভাষক কবি প্রভাষক সনোজ কুমার কুন্ডু লিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান মৃধা, শিক্ষক শরিফুল রোমান, জুবিল্যান্ট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী নিশাম, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, মফিজুর রহমান পেন্টুর জামাতা আবু তাহের ও মেয়ে সিমিন রহমান।
স্মরণ সভা শেষে মফিজুর রহমান পেন্টু মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।