কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আমন ধানের পোকামাকড় দমনে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে কৃষি অফিস। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে। যার উপকারিতা ভোগ করছে সাধারণ কৃষক।
কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১শত ৯ হেক্টর জমি। সেখানে ৪ হেক্টর কম আবাদ হয়েছে। আবাদকৃতের মধ্যে রয়েছে ঊফশি, হাইব্রীড এবং স্থানীয় জাতের ধান। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১১ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে আমন ধানের পোকামাকড় দমনে জন্য একটা স্কোয়াড গঠন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার গৌতম কুমার শীল এই স্কোয়াডকে সার্বিক সহযোগিতা প্রদান করছেন। স্কোয়াডটি প্রতিদিন একটি করে ইউনিয়নের ৩টি ব্লকের সম্ভাব্য সকল জায়গায় সরেজমিনে ভিজিট বা পরিদর্শন করে প্রতি কৃষক, ছাত্র, শিক্ষক এবং সাধারণ ব্যক্তিবর্গসহ সকলের সাথে আমন ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা বাদামী গাছ ফড়িং তথা কৃষকের ভাষায়, কারেন্ট পোকা দমন বিষয়ক পরামর্শ প্রদান করে চলেছেন। গত ১৫ দিন ধরে ৬টি ইউনিয়নে তারা এ কাজ করছে। ক্ষয়-ক্ষতি হওয়ার আগেই যেন ব্যবস্থা নেওয়া যায় সেজন্যই এই উদ্যোগ। এরই অংশ হিসেবে গত সোমবার দিনব্যাপি সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রাম এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মোঃ আরিফুজজামান, মোঃ আশিকুজ্জামান আশা এবং মোঃ কায়সারুজ্জামান, সাইফুল ইসলামসহ অন্যান্য উপসহকারীবৃন্দ।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েকদিনের প্রবল বর্ষণে চলতি আমন ধানের মৌসুমে সবচেয়ে ক্ষতিকর পোকা বাদামী গাছ ফড়িং তথা কৃষকের ভাষায় কারেন্ট পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। এসব পোকা দমন, রোগ ও পোকামাকড় সম্পর্কে আগে থেকেই জানার কারণে তারা সঠিক ব্যবস্থা নিতে পারছে। তারা কুষ্টিয়া সদর কৃষি অফিসের এমন কার্যক্রমে খুশি। স্থানীয় কৃষক মারফত আলী বলেন, আমি পাঁচ বিঘা জমিতে ব্রি-৭৫ জাতের ধান লাগিয়েছি। ধান লাগাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ধানের বিভিন্ন রোগ ও পোকামাকড়সহ নানা রোগের ব্যাপারে আমাদের জানা থাকে না। কৃষি অফিসের স্যাররা আমাদের এসব বিষয়ে ধারনা এবং প্রশিক্ষণ দিচ্ছে। এতে আমার খুব উপকার হচ্ছে। ভালোভাবে ফসল উৎপাদন করে ঘরে তুলতে পারবো।
কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুম বলেন, তাদের এই কার্যক্রম আমন ধান পাকার পর কাটা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার ৪০টি ব্লকেই চলমান থাকবে। কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।