বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মিথ্যা ধর্ষণের চেষ্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন যাবত কুদ্দুস মাতব্বর এবং স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার এর শ্বশুর হামেদ খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। নাজমা বেগম জোর করে জমি চাষাবাদ করবে এমন তথ্য জেনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজার কাছে অভিযোগ করে কুদ্দুস মাতব্বর গং। ঘটনার দিন গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের জমিসংক্রান্ত নোটিশ নিয়ে স্থানীয় চেয়ারম্যান চারজন চৌকিদারকে পাঠায় ঘটনাস্থলে। তারা গিয়ে সেখানে দেখছেন সংরক্ষিত মহিলা সদস্য জোরপূর্বক জমি চাষাবাদ করছে। নোটিশ নিয়ে চৌকিদাররা জমির চাষাবাদ করতে নিষেধ করে। এরপর চারজন চৌকিদারের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে মামলার বাদি নাজমা বেগম। কর্দমাক্ত অবস্থায় বরগুনার আদালতে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে কুদ্দুস মাতব্বর ও মোঃ জাকারিয়ার নামে। আদালতের বিচারক মামলাটি তদন্তের দায়ভার দেয় জেলা গোয়েন্দা শাখার ওসি বশির আলমের কাছে।
মামলায় অভিযুক্ত কুদ্দুস মাতুব্বর জানায়, তদন্তকারী কর্মকর্তা ওসি বশির আলম কারো কাছে কোন কিছু জিজ্ঞাসা না করে মামলার বাদির ঘরের মধ্যে থেকেই তদন্ত করে চলে যায়।
স্থানীয় ফোরকান আলী খান, হেমায়েত মাতব্বর, মোতালেব মাতব্বর, রফিক, জাফর হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, ধর্ষণ চেষ্টা অথবা মারামারি এরকমের কোন ঘটনাই এখানে ঘটেনি। সম্পূর্ণ মিথ্যেভাবে এলাকার নিরীহ ছেলে কুদ্দুস এবং জাকারিয়াকে ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানি করছে মহিলা মেম্বার। একজন মহিলা মেম্বার যদি এরকমের ঘটনা ঘটায় সাধারণ নিরীহ মানুষের সাথে, তাহলে সাধারণ নিরীহ মানুষ কতটা নিরাপদ? এ ঘটনার প্রতিবাদ জানায় সাধারণ মানুষ।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা জানান, ঘটনার দিন চারজন চৌকিদারকে নোটিশ নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। একপর্যায়ে চাষাবাদ করা পাওয়ার টিলারের সামনে নাজমা মাটিতে লুটিয়ে পড়ে। ধর্ষণের চেষ্টা করেছে কিনা সে প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, তা আমি জানি না বা তারা আমার কাছে কেউ বলেওনি।
এ ঘটনায় মামলার বাদী নাজমা আক্তারের বাসায় সাংবাদিকরা গেলে সাংবাদিকদের টের পেয়ে বাসায় নেই বলে তার মেয়েকে দিয়ে খবর পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বশিরুল আলম বলেন, ধর্ষণ চেষ্টা মামলা তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।