অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা এলাকার বর্ণমালা স্কুলের পূর্বপাশে রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গুয়াখোলা রেলবস্তির গোলাম রসুল সরদারের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানান, জাহানারা বেগম গুয়াখোলা রেললাইন বস্তিতে বসবাস করতেন। তিনি তার স্বামী মারা যাবার পরে তার ছেলের সাথে বসবাস করেন। গত বুধবার সকালে সাড়ে ১০টায় বাসার সামনে রেল লাইন পার হবার সময় চিলাহাটিগামী রকেট ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেল লাইনের পূর্বপাশে পড়ে যান। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তার পরিবারের লোকজন জানান, জাহানারা বেগম বৃদ্ধ হবার কারণে চোখে কম দেখতেন ও কানে কম শুনতেন।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি কানে কম শোনেন ও চোখে কম দেখেন। অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।