ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পিএফজি ছাগলনাইয়ার উদ্যোগে গতকাল বুধবার সকালে জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, পৌর জাতীয় পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া গণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, সাংবাদিক শেখ কামাল, সাংবাদিক মোঃ মোস্তফা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন মজুমদার, ব্যবসায়ী ডাঃ আবদুল্লাহ রিপন, মোতাহের হোসেন প্রমুখ।