ফরিদপুর প্রতিনিধি : অভিন্ন সার্ভিস কোড ও সকল অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল সোমবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুরের বিভিন্ন অফিসের কয়েক শত কর্মকর্তা-কর্মচারী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে দাবী জানান। মানববন্ধনে জিএম, ডিজিএম, এজিএমসহ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৬৫০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। মানববন্ধনকারীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড চালু এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত অনিয়মিত শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণ করার দাবি জানান।
তারা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডের মাধ্যমে নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রিক ক্রয় করে তা গ্রাহক পর্যায়ে ব্যবহার করায় এবং কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের বিপাকে ফেলা ছাড়াও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার অভিযোগ করা হচ্ছে। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য পরিবেশনসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগও করেন তারা।
মানববন্ধনকারীরা দাবি করেন, একই যোগ্যতায় সমমানের পদে কাজ করেও পল্লী বিদ্যুৎ সমিতির অনেক কর্মচারীর চাকুরী নিয়মিত না হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। একই সাথে তারা মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন। এসবের প্রতিবাদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বহাল রেখে মানববন্ধন করে উপরোক্ত অনিয়মের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বৈষম্য দূর করার দাবি জানান তারা।