জামালপুর প্রতিনিধি : কৃষকবান্ধব সরকার সবসময় কৃষিভিত্তিক প্রকল্প গ্রহণ করে। কৃষিভিত্তিক সমস্ত প্রকল্প কৃষিবিভাগ বাস্তবায়ন করে থাকে। এই প্রকল্পের আওতায় ডাল চাষ প্রকল্প গ্রহণ করেছে। জমালপুর জেলার ৭টি উপজেলায় ছোলার চাষ বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিভাগ মাঠে নেমে পড়েছে। আশা করা যাচ্ছে, ছোলার চাষ ব্যাপকভাবে বাড়বে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষিসমৃদ্ধ এলাকা। এ এলাকার সর্বত্র শাকসবজি ও ডাল চাষ হয়ে থাকে। কৃষি বিভাগ ছোলার চাষ বৃদ্ধির লক্ষ্যে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, বালুরচরসহ আরো বেশ কয়েকটি এলাকায় সরকারের এই প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদেরকে স্বাবলম্বী করা।
সরেজমিনে এ এলাকাগুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে। তারা বলেন, ছোলা খুবই লাভজনক ফসল। ছোলা চাষ করার জন্য কৃষি বিভাগ ব্যাপক উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে অনেকেই এগিয়ে আসছে। ফলে ছোলা চাষ অনেকাংশে বৃদ্ধি পাবে।
সরকারের মহৎ প্রকল্প কৃষিবিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। ডাংধরা, পাররামপুর, হাতীবান্দা, বগারচর, বাট্রাজোড়, চাকজানি, মেরুরচর, ঝগড়ার চর, ভাটারা, কামরাবাদসহ আরো বেশ কয়েকটি এলাকায় ছোলা চাষের জন্য কৃষি বিভাগ উচ্চ ফলনশীল বীজ দেয়ার উদ্যোগ নিয়েছে।
সরেজমিনে এ এলাকাগুলো ঘুরে কথা হয় কৃষক সাত্তার মিয়া, গফুর ও হামিদ এর সাথে। তারা জনান, সরকার কৃষি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছে। সরকারের নির্দেশে কৃষি বিভাগ উচ্চ ফলনশীল বীজ দেয়ার উদ্যোগ নিয়েছে। তারা আরো বলেন, আগে কিছু কিছু এলাকায় সামান্য আকারে ছোলার চাষ হতো। এখন সরকারি উদ্যোগের কারণে ছোলার চাষ বেড়ে যাবে। ফলে গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসবে।