মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সতীশ রায় ঠাকুর (৫২) নামের একজন নিহত হয়েছে। এসময় আরও ৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সতীশ রায় ঠাকুর ওই গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হলে সতীশ রায় ঠাকুর ঠেকাতে যান। সেসময় মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সতীশ মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ; আহত ৫
by Newseditor
by Newseditor