টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা জামায়াত ইসলামীর আমীর ও সেক্রেটারিসহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন এর সাথে সৌজন্যসাক্ষাৎ করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দেশের সার্বিক পরিস্থিতি, উপজেলার বিভিন্ন পরিস্থিতি ও জামায়াতের ইসলামী বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল বারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ হাবিবুর রহমান, জামায়াত কর্মী কাজী ইকবাল হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও শিবিরের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।